এবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজের লেখা উপন্যাস নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। নাম ‘গাঙচিল’। এটি পরিচালনা করবেন এ সময়ের মেধাবী নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল।
এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর আবারো জুটি বাঁধলেন ঢালিউডের জনপ্রিয় দুই মুখ ফেরদৌস-পূর্ণিমা। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ ছবিতে চুক্তিবদ্ধ হন তারা। এই ছবিতে ফেরদৌসকে দেখা যাবে সাগর চরিত্রে এবং পূর্ণিমাকে দেখা যাবে মোহনা চরিত্রে।
এ প্রসঙ্গে নির্মাতা নেয়ামুল বাংলা'কে বলেন, ছবিটি পুরোপুরি বাণিজ্যিক ধারার হবে। এ ছবিতে মৌলিক গল্পের হলেও সব শ্রেণির দর্শকদের ভালো লাগবে। এখানে নাচ-গান, সহ সবকিছুই থাকবে।
তিনি আরো বলেন, ফেরদৌস -পূর্ণিমা ইতিমধ্যেই চুক্তিবন্ধ হয়েছেন। ফেরদৌস সাংবাদিক চরিত্রে ও একজন এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করবেন পূর্ণিমা। তাছাড়াও আইটেম গানে পারফর্ম করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তার সঙ্গে চুড়ান্ত কথাও হয়েছে। আশা করছি কয়েকদিনের মধ্যে চুক্তির কাজটি সেরে ফেলব।
যৌথভাবে ‘গাঙচিল’র চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল ও কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে এবং নভেম্বরের শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা। ‘গাঙচিল’ ছবিটি প্রযোজনা করবেন নুজহাত ফিল্মস।