“বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ”যুক্তরাজ্য শাখা কমিটি অনুমোদন

Post Image

এশিয়া মহাদেশের আইন ছাত্রদের সর্ববৃহৎ সংগঠন “বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ” দেশের অভ্যন্তরে নিজেদের সুসংগঠিত করার পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে আইন বিষয়ে অধ্যয়নরত মুজিব আদর্শের অনুসারী শিক্ষার্থীদের সংগঠিত করার প্রত্যয়ে “বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ” যুক্তরাজ্য শাখা কমিটি অনুমোদন করেছে। 

গতকাল ১৭ নভেম্বর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি অ্যাডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবু স্বাক্ষরিত সংগঠনটির নিজস্ব প্যাডে উক্ত কমিটিতে, রাহুল রায়কে সভাপতি, রাফিদ মোবাশ্বিরকে সাধারণ সম্পাদক, শাফায়েত আদি জাকিরকে সহ-সভাপতি, হাসিবুল আলম অপুকে যুগ্ম-সাধারন সম্পাদক এবং সাজিদ মোবাশ্বিরকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি অনুমোদন দেয়া হয় এবং যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বলা হয়েছে।