কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী নিহত

Post Image

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় তথাকথিত বন্দুকযুদ্ধে আলতাব হোসেন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

সোমবার (৭ মে) ভোররাত সোয়া ৩টার দিকে উপজেলার দৌলতপুর-কাতলামারী সড়কের পিপুলবাড়িয়া কালুরমাঠে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, ‘বন্দুকযুদ্ধে’ নিহত আলতাব হোসেন তালিকাভূক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’। তাঁর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। তিনি দৌলতপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের মোশাররাফ হোসেনের ছেলে।

তথাকথিত বন্দুকযুদ্ধের ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খানের ভাষ্য হচ্ছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একদল সন্ত্রাসী পিপুলবাড়িয়া কালুরমাঠে অবস্থান করছে। সেখানে অভিযান গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ‘বন্দুকযুদ্ধে’ আলতাব হোসেন গুলিবিদ্ধ হন। পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের আরও দাবি, ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফ হোসেন ও কনস্টেবল হাসান আলী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে।