‘গণতন্ত্র ফেরাতে’ জাতীয় ঐক্যের আহ্বান ফখরুলের

Post Image

‘গণতন্ত্র ফিরিয়ে’ আনতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হঠাৎ করে আলোচনায় আসা রাজনৈতিক জোট যুক্তফ্রন্টের অন্যতম শরিক নাগরিক ঐক্যের ইফতার মাহফিলে রোববার বিএনপি মহাসচিব এই আহ্বান জানান। রাজধানীর সেগুনবাগিচায় ‘হোটেল এশিয়া’য় এ ইফতার মাহফিল হয়।

ফখরুল বলেন, ‘আজকে গণতন্ত্রকে যেভাবে লুট করে নিয়ে যাওয়া হয়েছে, মানুষের অধিকারগুলোকে যেভাবে হরণ করা হয়েছে, আজকে আমরা কেউ নিরাপদ নই। এই পরিপ্রেক্ষিতে আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে জাতি আমাদের ক্ষমা করবে না।’


বিএনপির মুখপাত্র বলেন, ‘আমি শুধু একটি আহ্বান জানাতে চাই, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে যে কথাটি বলে গিয়েছিলেন, সেই কথাটি হচ্ছে- আজকে গণতন্ত্রকে রক্ষা করতে হলে জাতীয় ঐক্য প্রয়োজন। এই জাতীয় ঐক্য সৃষ্টি করবার জন্য আমি সব দলের প্রতি, সকল নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

মির্জা ফখরুল বলেন, ‘আমি বলতে চাই, যে সংকট সৃষ্টি হয়েছে, সেটি কোনো ব্যক্তি, কোনো দলের নয়, এটি দেশ ও সমগ্র জাতির। একই সঙ্গে নির্বাচনের জন্য যতক্ষণ পর্যন্ত না লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না আমাদের যে দাবিগুলো রয়েছে যে, একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন এবং সংসদকে ভেঙে দিয়ে সেনাবাহিনী মোতায়েন করে নির্বাচন হতে হবে। ততক্ষণ পর্যন্ত দেশে কোনো অর্থবহ নির্বাচন হবে বলে আমি অন্তত মনে করি না।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে ইফতার মহাফিলে অন্যদের মধ্যে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডির) সভাপতি আবদুর রব, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিলল্পধারা বাংলাদেশের মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান, নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরাম, সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল প্রমুখ ছিলেন।

এ ছাড়া বিএনপির শামা ওবায়েদ, শায়রুল কবির খান, ন্যাপের গোলাম মোস্তফা ভূঁইয়া, এনডিপির মনজুর হোসেন ঈসা, জাতীয় পার্টির এম এ মুকিত, সোনার বাংলা পার্টির শেখ আবদুর নূর, নাগরিক ঐক্যের ফজলুল হক সরকার, মোমিনুল ইসলাম, জিল্লুর চৌধুরী, মাহবুব মুকুল, খন্দকার সেলিম, আতিকুর রহমান, জাহেদ-উর-রহমান প্রমুখ ইফতারে অংশ নেন।