এবার ১০ বছরের জন্য নিষিদ্ধ হলেন নাসির

Post Image

এবার পাকিস্তান ক্রিকেটের ওপেনার নাসির জামসেদকে স্পট ফিক্সিংয়ের দায়ে ১০ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো পিসিবি’র নিষেধাজ্ঞার মধ্যে পড়ল সাবেক এই ব্যাটসম্যান। গেল বছর পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

যদিও বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন তিনি। এর জন্য গ্রেপ্তারও হয়েছিলেন এই ক্রিকেটার।

জানা গেছে, ২০১৭ সালের পর থেকে নাসির জামসেদ পাকিস্তানের তৃতীয় খেলোয়াড় যার বিরুদ্ধে পিসিবি দুর্নীতির অভিযোগ এনে তদন্ত করেছে। এরই মধ্যে আবারো দীর্ঘদিনের জন্য নিষিদ্ধ হলেন এ ক্রিকেটার।

প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে ২টি টেস্ট, ৪৮টি ওয়ানডে, ১৮টি টি-টুয়েন্টি খেলেছেন ২৮ বছর বয়সী এই ওপেনার। কোনো সংস্করণেই উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে পারেন তিনি।