উৎসব আমেজে কুবিসাসের নির্বাচন ও ফলাফল ঘোষণা

Post Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) এর নির্বাচনী ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।গতকাল বুধবার অনুষ্ঠিত এই নির্বাচনে মোট নয়টি পদের বিপরীতে প্রার্থী ছিল ১৪ জন।এর মধ্যে চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।আর বাকী পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হন।

সূত্রে জানা যায়, গতকাল সকাল ১১.০০ টা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক লাউঞ্জে সদস্যরা ভোট প্রদান করা করেন।এই সময় প্রধান নির্বাচন কমিশনার ড. এ কে এম রায়হান উদ্দিন ও বিভাগীয় নির্বাচন কমিশনার মাহবুবুল হক ভূঁইয়া এবং কাজী ওমর সিদ্দিকী উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন। ভোটাররা নির্বিঘ্ন চিত্তে তাদের ভোট প্রদান করেন। 

নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এ কে এম রায়হান উদ্দিন । সভাপতি পদে দৈনিক সংবাদের প্রতিনিধি জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তর প্রতিনিধি তানভীর সাবিক নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী তানভীর সাবিক বলেন, আমি আমার সাংবাদিক সমিতিকে একটি গতিশীল ও দৃঢ় সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাব। আর ভোটাররা আমাকে ভোট দিয়েছেন সেজন্য তাদের ধন্যবাদ।আমি সবসময় তাদের কল্যাণে কাজ করে যাব।

সভাপতি পদে জয়ী জাহিদুল ইসলাম বলেন, ক্যাম্পাস সাংবাদিকতায় নানা চাপ স্বীকার করতে হয়।সমস্ত চাপ উপেক্ষা করে একটি গঠনমূলক ও গতিশীল সংগঠনে পরিণত করতে আমার প্রয়াস অব্যহত থাকবে।

প্রধান নির্বাচন কমিশনার ড. এ কে এম রায়হান উদ্দিন ফলাফল ঘোষণা করে বলেন, ভোট শতভাগ সুষ্ঠু হয়েছে।প্রত্যেক ভোটারের অংশগ্রহনে ভোটগ্রহন অনুষ্ঠান আরো প্রানবন্ত হয়েছে।
কুবি সংবাদদাতা: মোঃ আজিজুর রহমান