দিনাজপুরের বি.এ. পাশ ছেলে ঢাকায় রিক্সা চালক, একটা চাকরি চাই!

Post Image

কারো না কারো সহানুভূতিতে চলে আসে নতুন জীবন অথবা সমাজের অবহেলিত মানুষের মূল্যায়ন। সমাজে যদি শিক্ষার মূল্যায়ন না করা হয় তাহলে শিক্ষিত লোকদের সীমাহীন কষ্ট ভেতরেই চাপা পরে রয় আর সমাজ হয় নিম্নগামী।

নাম জিজ্ঞাসা করতেই বিষন্ন দেহের আকুতি চাহুনি নিয়ে, “আমি মোঃ মিলাদুন হোসেন আমি খুব গরিব মানুষের ছেলে কষ্ট করে গ্যাজুয়েট পাশ করেছি ঢাকা শহরে আসছি একটা চাকরির জন্য, চাকরি কেউ দেয় না, চাকরির জন্য আজ রিক্সা চালিয়ে খাইতে হচ্ছে, আমাক তো কিছু করে খাওয়া লাগবে, কবে আসছো, দু‘দিন হলো ঢাকায় আসছি, আমার বাতিজা রিক্সা চালায় তার সাথে ঢাকা উদ্যানে রিক্সা গ্যারেজে থাকি, পড়া লেখার কথা বললে, বি.এ.(২০১৫) মানবিক শাখায় বিরামপুর ডিগ্রী কলেজ থেকে পাশ করেছি, একটা চাকরি কেউ দেয় না, পরিবারের কথা বলতেই, বাবা আইসক্রিম বিক্রেতা, বাড়ী দিনাজপুর জেলা, আমি একটা চাকরি চাই....”

মানবিক দৃষ্টিকোন থেকে যাদের সামর্থ আছে তাদের কাছে মানবিক আবেদন করছি, মোঃ মিলাদুন হোসেন কে তার যোগ্যতানুসারে একটা চাকুরি দিয়ে সমাজের অবহেলিত অসহায় শিক্ষিত মানুষের পাশে দাড়াঁন, তাহলেই না হয় এই সমাজ সকলের জন্য পরিপূর্ণ হইবে।

ভিডিও লিংক:  https://youtu.be/4lmxGYOFpHw