অপরাধী দলীয় পরিচয়ের হলেও ছাড় পাবে না: শেখ হাসিনা

Post Image

অপরাধী দলীয় পরিচয়ের হলেও ছাড় পাবে না। এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার, আজারবাইজানে বাংলাদেশি দূতাবাস আয়োজিত সংবধর্নায় অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

এর আগে, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফিলিস্তিনের হেভরন শহরের একটি সড়ক, বঙ্গবন্ধুর নামে করার সিদ্ধান্তের কথা জানান দেশটির রিয়াদ মালকি।

জোট নিরপেক্ষ আন্দোলন- ন্যামের ১৮তম সম্মেলনে যোগ দিতে বাকু সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় দিনে সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি বাংলাদেশি দূতাবাস আয়োজিত সংবর্ধনায় অংশ নেন শেখ হাসিনা।

এসময় তিনি বলেন, অপরাধীর পরিচয় অপরাধীই। দলীয় পরিচয়ে কোনো অপরাধীই ছাড় পাবে না।

এর আগে, বাকু কংগ্রেস সেন্টারে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। এসময়, দুই দেশের মধ্যে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি- পিটিএ সইয়ের ব্যাপারে জোর দেন প্রধানমন্ত্রী। এছাড়া, ভুটানের অসুবিধা থাকলে তাদের বাদ দিয়েই বাংলাদেশ-ভারত-নেপালের আঞ্চলিক সড়ক সংযোগ বিবিআইএন চালুর তাগিদ দেন প্রধানমন্ত্রী।

এদিকে, প্রধানমন্ত্রী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বঙ্গবন্ধুর নামে হেভরন শহরের সড়কের নামকরণের ঘোষণা দেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনাকে রাস্তাটির নামফলক উন্মোচন এবং ফিলিস্তিনে সফরের আমন্ত্রণ জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি। পরে, পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের  জানান, দুই দেশের  বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন রিয়াদ মালকি।