মুজিব বর্ষ উপলক্ষে পঞ্চগড়ে ১৭০০ ছাত্রী পাচ্ছে বাইসাইকেল

Post Image

পঞ্চগড়ের দরিদ্র ও মেধাবী ১৭’শ ছাত্রীকে বিদ্যালয়ে যাতায়াতের জন্য বাইসাইকেল বিতরণ করছে জেলা প্রশাসন।
মুজিব বর্ষ উপলক্ষে জেলার পাঁচ উপজেলায় এলজিএসপি-৩ প্রকল্প থেকে সকল ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৭’শ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণের উদ্যোগ নেয়া হয়। এরই অংশ হিসেবে সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ৪’শ ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেয়া হয়েছে।

ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুদর্শন কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানীসহ জেলা ও উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে বিভাগীয় কমিশনার পঞ্চগড় সদর উপজেলার ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ১৮৫ জন ভিক্ষুককে ৩ টি করে ছাগল, ১৫ টি মুরগি ও মুরগি পালনের খাঁচা ও ঘর বিতরণ করেন। এছাড়া চলাফেরায় সক্ষম ভিক্ষুকদের পণ্য সামগ্রিসহ ভ্রাম্যমান দোকান তুলে দেয়া হয়।