ঠাকুরগাঁওয়ে শিশু হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

Post Image

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চাঁদগাঁও এলাকার শিশু নাদিরা (৫) হত্যা মামলার আসামি মাজেদা ও তহমিনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী এই রায় দেন। এ সময় মামলার আরেক আসামি মহসিনকে অব্যাহতি দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হামিদ জানান, আদালত তথ্য প্রমাণের ভিত্তিতে সঠিক রায় দিয়েছেন। উল্লেখ্য, ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা চাঁদগাঁও এলাকার মহসিনের সঙ্গে প্রতিবেশী মাজেদা খাতুনের বসতভিটার ৫ শতক জমি নিয়ে দির্ঘদিন ধরে বিরোধ চলছিল। মাজেদা খাতুন ও তার সৎ ভাইয়ের স্ত্রী তহমিনা পূর্ব পরিকল্পিতভাবে মহসিনকে ফাঁসানোর জন্য ২০১৪ সালের ১৭ এপ্রিল প্রতিবেশী আব্দুল কুদ্দুসের শিশু কন্যা নাদিরাকে হত্যা করে। এ সময় আসামি মাজেদা ও তহমিনা এলাকায় গুজব ছড়ায় মহসিন শিশু নাদিরাকে ধর্ষণ করে হত্যা করেছে।

পরের দিন আব্দুল কুদ্দুস তার কন্যা নাদিরাকে ধর্ষণ ও হত্যা করার অভিযোগে মহসিনকে আসামি করে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে তদন্তকালে বাদীর ছেলে ফয়সাল বলে যে, মাজেদা তাকে শিখিয়ে দেয় মহসিন নাদিরাকে মেরে ফেলছে একথা বলার জন্য। পরে পুলিশ মাজেদাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে মাজেদা ঘটনাটি খুলে বলে ও অপরাধ স্বীকার করে নেয়। পরে মাজেদা কোর্টে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করেন।