৯-১১ তারিখ থেকে গোপালগঞ্জে জেলা ইজতেমা শুরু

Post Image

গোপালগঞ্জে আজ থেকে তিন দিন ব্যাপী শুরু হয়েছে। তাবলিগ জামাতের মাধ্যমে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর দাওয়াত মানুষের কাছে পৌছে দিতে এই ইজতেমা। মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তষ্টি লাভ, মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনার উদ্দেশ্য গোপালগঞ্জে মরা মধুমতি নদীর তীরে ৪০ একর জমির উপর হাউজিং প্রকল্প মাঠে আজ ৯ তারিখ বৃহস্পতিবার ফজর থেকে আমবয়ানের মধ্যে দিয়ে শুরু হয়েছে ।

আগামী ১১ তারিখ আখেঁরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এই ইজতেমা। গোপালগঞ্জের পাঁচ উপজেলা সহ আশ পাশের জেলা থেকে ইজতেমায় প্রায় ২ লাখ মুসলিমগন অংশ নেবে বলে জানান তাবলীগ জামাতের মুরব্বিগন। নিরাপত্তায় থাকবে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার লোক জন।